উৎসে করের আওতায় ই-কমার্স

আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ই-কমার্স খাতকে উৎস করের আওতায় নিয়ে আসার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে কি আকারে কিংবা কত শতাংশ কর ধার্য করা হবে তার উল্লেখ করা হয়নি।

আজ বৃহস্পতিবার (০৩ জুন) ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনকালে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় উল্লেখ করেন, দেশে ই-কমার্সের প্রসার ঘটাতে এবং ই-কমার্স খাতে নতুন উদ্যেক্তা তৈরিতে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যেগে ‘ই বাণিজ্য করবে, নিজের ব্যবসা গড়বো’ শিরোনামে একটি প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় পাঁচ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এরই মধ্যে প্রায় সাড়ে তিন হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী তার বক্তৃতায় ই-কমার্সকে উৎসাহিত করার কথা বললেও উৎসে করের সংজ্ঞায় ই-কমার্সকেও নিয়ে আসা হয়েছে। ফলে উৎসে করের আওতায় চলে আসছে ই-কমার্স। এতোদিন ই-কমার্স উৎসে করের আওতামুক্ত ছিল। তবে কি আকারে কিংবা কত হারে উৎসে করারোপ করা হবে তার উল্লেখ নেই প্রস্তাবিত বাজেটে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.