ক্ষুদ্র ব্যবসায়ীদের কর অর্ধেক

আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের কর বর্তমানের তুলনায় অর্ধেকে নামানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ব্যক্তি শ্রেণির ক্ষুদ্র ব্যবসায়ীর (যেমন- মুদি দোকানি ইত্যাদি) টার্নওভারের ওপর বছরে শূন্য দশমিক ৫০ শতাংশ হারে কর দিতে হয়। এটা কমিয়ে আগামী অর্থবছরে শূন্য দশমিক ২৫ শতাংশে নামানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৩ জুন) ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনকালে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থন্ত্রী বলেন, বর্তমান সরকার ব্যবসা সহজীকরণ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিশেষ করে ব্যক্তি শ্রেণির ব্যবসায়ী করদাতাদের করদায় লাঘবে সরকার সব সময় তৎপর। এ লক্ষ্যে ব্যক্তি করদাতাদের ব্যবসায়িক টার্নওভার, অর্থাৎ বছরে মোট পণ্য বিক্রির ওপর শতকরা ৫০ পয়সার পরিবর্তে ২৫ পয়সা হারে কর ধার্য করার প্রস্তাব করা হয়েছে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.