৫০ হাজার টাকার বেশি হলে ব্যাংকে লেনদেন

আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে ৫০ হাজার টাকার বেশি যে কোনো পরিশোধ ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) মাধ্যমে করার বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে অর্থ স্থানান্তরের যেসব ক্ষেত্রে ব্যাংক বাধ্যতামূলক সেগুলোতে এমএফএসের বিষয়টিও অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৩ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা জানান।

আর্থিক অন্তর্ভুক্তি, অর্থনীতির আনুষ্ঠানিকীকরণ ও করজাল সম্প্রসারণের জন্য ব্যাংক ও এমএফএসে লেনদেনে বাধ্যবাধকতার পাশাপাশি আরও কিছু প্রস্তাব করা হয়েছে। বিশেষ করে যে কোনো সরবরাহ ও ঠিকাদারি বিল ব্যাংক ও এমএফএসের মাধ্যমে না নিলে উৎসে করহারের অতিরিক্ত ৫০ শতাংশ কর্তন করার প্রস্তাব করা হয়েছে। এসব প্রস্তাব অনুমোদিত হলে আনুষ্ঠানিক অর্থনীতির আকার বড় হবে, বিনিয়োগ ও রাজস্ব সংগ্রহ বাড়বে বলে মনে করেন অর্থমন্ত্রী।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.