ভারতে শনাক্তের সংখ্যা ফের বাড়ছে

গত কয়েকদিন টানা নিম্নম্নুখী থাকার পর ভারতে ফের বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। যদি বৃদ্ধির সংখ্যা খুবই কম, তবু পর পর দু’দিন সনাক্তের সংখ্যা বৃদ্ধি কিছুটা উদ্বেগ বাড়িয়েছে দেশটিতে। তবে একইসাথে কিছুটা স্বস্তির খবরও আছে। বৃহস্পতিবার মৃত্যুর সংখ্যা কমেছে দেশটিতে।

বাংলাদেশে প্রতিবেশী ভারতের ভ্যারিয়েন্ট ছড়াতে শুরু করায় সে দেশের করোনা পরিস্থিতির ভাল-মন্দের সাথে নিজেদের ভাল-মন্দও কিছুটা যেন জড়িয়ে গেছে।

বৃহস্পতিবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লাখ ৩৩ হাজার ১৫৪ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে সামান্য হলেও বেশি। আগের দিন দেশটিতে ১ লাখ ৩২ হাজার ৭৮৮ জনের করোনা শনাক্ত হয়।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪১ হাজার ৯৮৬ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৩৭ হাজার ৯৮৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৮৮৭ জনের। আগের দিন মারা যান ৩ হাজার ২০৭ জন।

ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা নিয়ে অবশ্য যথেষ্ট বিতর্ক রয়েছে। অনেকেই মনে করেন, দেশটিতে করোনায় মৃতের সংখ্যা সরকারের দেওয়া সংখ্যার কয়েকগুণ। দেশটির একাধিক গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে তা উঠে এসেছে। এছাড়া মধ্য প্রদেশ ও উত্তর প্রদেশের বিভিন্ন নদীতে করোনায় মৃতের দেহ ভাসিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। করোনায় মৃতের সংখ্যা কমিয়ে দেখাতেই রাতের আধাঁরে এভাবে লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.