যমুনা ব্যাংকের এজিএমে লভ্যাংশ অনুমোদন

যমুনা ব্যাংক লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ মে) ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হয়।

এজিএমে ২০২০ সালের শেয়ারধারীদের জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া।

এছাড়াও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন সিরাজী, রিস্ক কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান ওবায়দুল কবির খান ও পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মদ, ব্যাংকের কোম্পানি সচিব এম. এ. রউফ, স্বতন্ত্র স্ক্রুটিনাইজার এবং বহিঃ নিরীক্ষক কোম্পানির প্রতিনিধিসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চ্যুয়ালি বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.