চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের হার ৭১ শতাংশ

আমের রাজধানীখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে করোনার বেশ অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো নমুনায় চাঁপাইনবাবগঞ্জের ৪৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ৬৩টি নমুনার মধ্যে নতুন করে ৪৫ জন করোনায় আক্রান্ত হলেন। ফলে সংক্রমণের হার ৭১ শতাংশ।

আজ সোমবার (৩১ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস খায়রুল আতাতুর্ক।

করোনা পজিটিভের হার গত বুধবার ৭৭ শতাংশ থাকলেও বৃহস্পতিবার ৩৪ শতাংশে নেমে আসে। শনিবার (২৯ মে) তা বেড়ে ৫৭ শতাংশ হয়েছে। রোববার (৩০ মে) রাতে পাওয়া প্রতিবেদনে আরও বেড়ে দাঁড়িয়েছে ৭১ শতাংশে। এ নিয়ে গত পাঁচ দিনের মধ্যে পাওয়া চার দিনের ফলাফলে মোট করোনা পজিটিভ হয়েছেন ২১৪ জন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ১ মার্চ থেকে রোববার (৩০ মে) রাত পর্যন্ত আমের রাজধানীখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৮২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩২ জন। সদরে কোভিড ডেডিকেটেড হাসপাতালে ৩০ মে পর্যন্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ২০ জন এবং গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুইজন রোগী ভর্তি হয়েছেন। রোববার রাত পর্যন্ত করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩০২ জন।

জেলায় বর্তমানে ৬৬৯ জন পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ৩৬৮, শিবগঞ্জে ১২৮, গোমস্তাপুরে ৯০, নাচোলে ৭০ ও ভোলাহাটের ১৩ জন রয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৯ জন এবং গত ২৪ ঘন্টায় কেউ সুস্থ হয়নি। ৭৫ জনের নমুনা পরীক্ষার পর তার ফলাফল পাওয়া যায়নি।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.