ভূমিকম্পে হেলে পড়েছে সিলেটের দুইটি বহুতল ভবন

সিলেটে দফায় দফায় মৃদু ভূমিকম্পেই হেলে পড়েছে ৬ তলার দুইটি আবাসিক ভবন। নগরীর পাঠানটুলার দর্জিপাড়ায় অবস্থিত ওই ভবন দুইটিতে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

হেলে পড়ার খবর পেয়ে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ পুলিশ কর্মকর্তারা সরেজমিনে ভবন দুইটি পরিদর্শন করেছেন।

আজ রোববার (৩০ মে) দুপুরে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন, ভবন দুইটি দুই ফুটের মতো কাত হয়েছে। বাসিন্দাদের দ্রুত বাসা ছাড়তে বলা হয়েছে। বাসা দুইটি নির্মাণের অনুমতিসহ কাগজপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে। বাসা দুইটি আগে থেকেই কাত ছিল না-কি ভূমিকম্পে কাত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, শনিবার ৪ দফা মৃদু ভূমিকম্পের পর রোববার ভোরেও ভূকম্পন হয়েছে সিলেটে। ভোর ৪টা ৩৫ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ৮।

বিশেষজ্ঞরা বলছেন, ছোট ছোট ভূমিকম্পের পর বড় ধরণের ভূমিকম্প হতে পারে। আর বড় ধরণের ভূমিকম্প হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সিলেট।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.