মাথায় বলের আঘাত, হাসপাতালে নেওয়া হয়েছে সাইফউদ্দিনকে

মাথায় আঘাত পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ‍গুরুতর কিছু না হলেও চিকিৎসার নিয়মের অংশ হিসেবে সাইফউদ্দিনকে নেওয়া হয়েছে হাসপাতালে।

বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ৪৬.২ ওভারে দুষ্মন্থ চামিরার শট বল মোহাম্মদ সাইফউদ্দিনের হেলমেটে লেগে পেছনে চলে যায়। কিছুক্ষণের জন্য হতভম্ব সাইফউদ্দিন রান নিতে গিয়ে ড্রাইভ দেন। তাতে অবশ্য বাঁচতে পারেননি। রান আউট হয়ে ফিরতে হয় সাজঘরে।

আঘাত পাওয়া ও ড্রাইভ দিয়ে রান আউট থেকে বাঁচার চেষ্টার পর হাঁটু গেড়ে উইকেটে বেশ কিছুক্ষণ বসে থাকেন সাইফউদ্দিন। তার অস্তস্তি বোঝা যাচ্ছিল শরীরী ভাষায়। বাংলাদেশ দলের ফিজিও মাঠে গিয়ে পরীক্ষা করেন, এরপর তার সঙ্গেই ড্রেসিংরুমে যান বোলিং এই অলরাউন্ডার। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হয় আরও ভালোভাবে পর্যবেক্ষণের জন্য।

হাসপাতলে সিটি স্ক্যান করা হবে তার। তবে প্রাথমিক অবস্থায় জানা গেছে, গুরুতর কিছু হয়নি সাইফউদ্দিনের।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.