দূরপাল্লার গণপরিবহন চলবে

বৈশ্বিক মহামারির করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আগামী ৩০ মে পর্যন্ত আরেক দফা বাড়ানো হয়েছে। তবে আন্তঃজেলা বাসসহ সব ধরনের গণপরিবহন অর্ধেক আসন খালি রাখা সাপেক্ষে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

আজ রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষতির এক আদেশে এ তথ্য জানানো হয়।

সরকারের এ সিদ্ধান্তের ফলে আগামীকাল সোমবার (২৪ মে) থেকে বা গণপরিবহন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সিদ্ধান্ত সাপেক্ষে চলতি সপ্তাহেই স্বাস্থ্যবিধি মেনে চালু হবে দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেনসহ সব ধরনের গণপরিবহন।

কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। পরে চার দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সেই মেয়াদ শেষ হবে আজ রোববার মধ্যরাতে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.