চট্টগ্রামে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় চাল বোঝাই একটি ট্রাক উল্টে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ আরও চারজন আহত হয়েছেন।

আজ শনিবার (২২ মে) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলপুরের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আতিকুর রহমান (২৭), শরিফুল ইসলাম (৪৬) ও আবদুল খালেক (৪০)। নিহত তিনজনের বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী চালবোঝাই ট্রাক সকালে মহাসড়কের শীতলপুর এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের উপরে থাকা শরিফুল ইসলামের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত মহসিন, সজীব, আলম, নবী হোসেন, আতিকুর রহমান ও বাবুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুরে আতিকুর রহমান ও আবদুল খালেকের মৃত্যু হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ‘সীতাকুণ্ডে ট্রাক দুর্ঘটনায় আহত চার জনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে মহসিন ও আলমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.