ফিলিস্তিন ইস্যুতে ফেসবুকের রেটিংয়ে ধস

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে তার ব্যবহারকারীদের ইসরায়েলকে সমর্থনে বাধ্য করার অভিযোগ উঠেছে। এছাড়াও ইসরায়েলের সমালোচনামূলক পোস্ট হাইড সহ নানা অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে ভার্চুয়াল যুদ্ধ শুরু করেছেন নেটিজেনরা। গুগল প্লে স্টোরে রেটিং ২.৫ হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপটির।

ব্যবহারকারীরা কয়েক দিন ধরে রেটিং ঝড় তুলেছেন অ্যাপটির বিরুদ্ধে। রীতিমতো ক্যাম্পেইন করে ওয়ান স্টার দিতে আহ্বান জানানো হচ্ছে।

আজ বৃহস্পতিবার (২০ মে) দুপুরে গুগল প্লে স্টোরে গিয়ে ২.৫ রেটিং দেখা যায়। অন্যদিকে অ্যাপ স্টোরে আরও কম ২.৪। অথচ কয়েক দিন আগে অ্যাপটির গড় রেটিং ছিল ৪.৫।

অ্যাপের পারফর্ম্যান্স এবং সেবার ওপর ভিত্তি করে এই রেটিং দিয়ে থাকেন ব্যবহারকারীরা।

২০টি সংগঠন তাদের বিবৃতিতে বলেছে, ফেইসবুক এবং টুইটার কৌশলে ব্যবহারকারীদের কণ্ঠরোধ করছে।

ফেসবুক জানিয়েছে, তাদের মালিকানাধীন ইনস্টাগ্রামে সিস্টেমের ভুলে পোস্টগুলো সেনসরড হয়েছে। টুইটারও একই দাবি করেছে। ক্ষমা চাওয়ার পর দুটি কোম্পানির পক্ষ থেকে বলা হয়, সমস্যাটির সমাধান করা হয়েছে।

কিন্তু অনেক ব্যবহারকারী বলছেন, এখনো অনেক পোস্ট দেখা যাচ্ছে না।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.