ব্লক মার্কেটে ৬৮ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৪৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৫ লাখ ৪৭ হাজার ৪৮১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৮ কোটি ৮৬ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ইস্টার্ন ইন্স্যুরেন্স ১১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ম্যারিকো ৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা, অগ্রণী ইন্স্যুরেন্স, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বে-লিজিং, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সিভিও পেট্রোকেমিক্যাল, ডিবিএইচ, ঢাকা ব্যাংক, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, ইভিন্স টেক্সটাইল, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, আইডিএলসি ফিন্যান্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, কোহিনুর কেমিক্যাল, কেপিসিএল, ম্যাকসন্স স্পিনিং, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল হাউজিং,ন্যাশনাল পলিমার, এনআরবিসি ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, আরএকে সিরামিকস, আরডি ফুড, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রবি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, সোনালী পেপার, শাহজিবাজার পাওয়ার, এসএস স্টিল, সামিট পাওয়ার ও ইউসিবি।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.