এবার ফিলিস্তিনের পাশে ওজিল-পগবা

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানরা প্রতিবাদ জানাচ্ছে। এই তালিকায় যোগ হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবা, উইঙ্গার আমাদ দিয়ালো ও জার্মান ফুটবলার মেসুত ওজিল।

মঙ্গলবার (১৮ মে) রাতে ইংলিশ লিগের ম্যাচে ফুলহামের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচ শেষে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন তারা।

ইন্ডিপেন্ডেন্টের খবরে জানা গেছে, গ্যালারিতে থাকা এক ভক্তের কাছ থেকে ফিলিস্তিনের পতাকা নিয়ে মাঠে হেঁটে বেড়ান পগবা।

ঈদের পর এই মুহূর্তে ফিলিস্তিনে বিভীষিকাময় অবস্থা। তাদের হয়ে নিজের স্যোশাল মিডিয়ায় ওজিল লিখেছিলেন, সারা বিশ্বের সব মুসলিমদের ঈদ মোবারক। এই পুণ্য মাসে আমাদের সবার রোজা ও দোয়া কবুল হোক। যারা আজ শান্তিপূর্ণ ভাবে উদযাপন করতে পারছেন না, তাদের জন্য শুভকামনা।

এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়েছেন। একজন ফুটবলার হিসেবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোয় ইংল্যান্ডে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জমলট দেশটির সরকারের পক্ষ থেকে হামজাকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.