যুক্তরাষ্ট্রের টিকা নিয়ে ‘দু–এক দিনের মধ্যে’ জবাব আসছে

যুক্তরাষ্ট্রের কাছ থেকে করোনা ভাইরাসের টিকা চেয়েছে বাংলাদেশ। আশা করা হচ্ছে, আগামী দু-একদিনের মধ্যে জবাব দেবে দেশটি। বিষয়টি তাদের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।

আজ সোমবার (১৭ মে) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের এ কথা জানান।

শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের টিকার অনুরোধের বিষয়টি তাদের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানিয়েছেন। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে যে চিঠি লিখেছেন, তার উত্তর এক-দুই দিনের মধ্যে পাওয়া যাবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে টিকা উৎপাদন করা যায় কি না, সে বিষয়ে তারা আলোচনা করছেন। তবে অবশ্যই এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় যৌথভাবে টিকা উৎপাদনের বিষয়ে এর মধ্যেই ঢাকায় মার্কিন দূতাবাস স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে যোগাযোগ করেছে।

বৈঠকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য যৌথ সাড়াদান পরিকল্পনা (জেআরপি), ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত, কোভিড পরিস্থিতি, ভ্যাকসিনসহ বিভিন্ন বৈশ্বিক ও দ্বিপক্ষীয় ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূত আলোচনা করেন।

এ সময় প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফিলিস্তিন-ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। সম্প্রতি ওআইসি কার্যনির্বাহী কমিটির বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে রক্তপাত বন্ধে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান। এই সংকটের দ্বি-রাষ্ট্রীয় সমাধান নীতিকে বাংলাদেশের সমর্থনকেও পুনর্ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.