ইমোতে ‘সিক্রেট চ্যাট’ সুবিধা

মেসেজিং অ্যাপ ইমোতে যুক্ত হলো নতুন ফিচার ‘সিক্রেট চ্যাট’। যার মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাট সেশন থেকে বের হবার সঙ্গে সঙ্গে মুছে যাবে কথোপকথন। আর এভাবেই ব্যবহারকারীর তথ্যের সুরক্ষা নিশ্চিত করবে সময়ের জনপ্রিয় অ্যাপ ইমো।

সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইমো কর্তৃপক্ষ। অ্যাপটি বলছে, তাদের সিক্রেট চ্যাট ফিচারটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তায় কাজ করবে। ফলে আরও শক্তিশালী হবে সাইবার নিরাপত্তা।

সিক্রেট বা গোপন চ্যাট ফিচারটির গুরুত্বপূর্ণ দিক হলো ডেসিমিনেশন ফাংশন। যার অধীনে কপি, ফরওয়ার্ড, শেয়ার বা ডাউনলোড করার সুযোগ থাকবে না কারও ব্যক্তিগত কথোপকথন। এমনকি সুযোগ থাকছে না স্ক্রিন ভিডিও ধারণেরও। ফলে নিরাপদ আর স্বাচ্ছন্দে একে অন্যের সঙ্গে কথা বলতে পারবেন প্রত্যেক ব্যবহারকারী।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.