শেষ দিনেও হেসেছে বাজার

ঈদের ছুটির আগে আজ (১২ মে) শেষ কার্যদিবসে উর্ধমুখী ধারায় শেষ হয়েছে লেনদেন। বেড়েছে প্রধান দুই মূল্যসূচক। আজ নিয়ে টানা ৬ষ্ঠ দিনের মতো ডিএসইএক্স সূচক বাড়ল বাজারে। শুধু সূচক নয়, বাজারে আজ লেনদেনও বেড়েছে।

আজ দেশের দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বেড়েছে প্রায় ৫৫ শতাংশ কোম্পানির শেয়ারের দাম। এই এক্সচেঞ্জে ৩৬৬টি কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২০১টির, কমেছে ১০১টির দাম। আর ৬৪ কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত।

আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৬ দশমিক ১২ পয়েন্ট (০.৪৫%) শতাংশ বেড়ে ৫ হাজার ৭৫০ দশমিক ৪৯ পয়েন্টে উঠেছে। ডিএসই শরীয়াহ সূচক বেড়েছে দশমিক ২৫ শতাংশ। তবে বাজার মূলধনের দিক দিয়ে শীর্ষ ৩০ কোম্পানির সূচক ডিএসই৩০ আজ দশমিক ৩৫ শতাংশ কমেছে।

ডিএসইতে আজ এক হাজার ৪৫৩ কোটি ৫৬ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫০ কোটি ২১ লাখ টাকা বা প্রায়  শতাংশ বেশি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.