পুলিশ-বিজিবির টহল টিমে হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের

রাজধানীতে আনসার আল ইসলামের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট। গ্রেফতারকৃতদের ঢাকা ও সিলেটে পুলিশ এবং বিজিবির টহল টিমে হামলার পরিকল্পনা ছিল।

আজ রোববার (০৯ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ডিআইজি মো. আসাদুজ্জামান এসব কথা বলেন।

তিনি জানান, রাজধানীতে নাশকতার প্রস্তুতিকালে আনসার আল ইসলামের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যাগ, একটি চাপাতি, ৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. জসিমুল ইসলাম ওরফে জ্যাক, মো. আব্দুল মুকিত, মো. আমিনুল হক ও সজীব ইখতিয়ার।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.