৭ দিনে বিশ্বে আক্রান্তের অর্ধেক ও মৃত্যুর ২৫ শতাংশ ভারতে

বিশ্বে গত এক সপ্তাহে যতজন করোনায় আক্রান্ত হয়েছেন তার অর্ধেক আক্রান্ত ভারতে। শুধু তাই নয়, বিশ্বজুড়ে গত এক সপ্তাহে করোনায় যতো মৃত্যু হয়েছে, তার ২৫ শতাংশই হয়েছে ভারতে।

বুধবার (০৫ মে) প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বের মধ্যে ৪৬ শতাংশ আক্রান্ত হয়েছে ভারত থেকে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে এপ্রিলের শেষ সপ্তাহে এসে চরমে পৌঁছে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত দু সপ্তাহ ধরে করোনা আক্রান্তের দৈনিক সংক্রমণ সাড়ে ৩ লাখের বেশি।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৪ লাখ ১২ হাজার ২৬২ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮০ জনের।

সূত্র: জি-নিউজ।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.