ফারইস্ট ফাইন্যান্সে বিশেষ নিরীক্ষা হবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের কার্যাবালী ও আর্থিক প্রতিবেদনের উপর বিশেষ নিরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ সোমবার (৩ মে) অনুষ্ঠিত বিএসইসির ৭৭২তম নিয়মিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুসারে, শিগগিরই বিএসইসি কোম্পানিটিতে বিশেষ নিরীক্ষা পরিচালনার জন্য একটি নিরীক্ষক নিয়োগ করবে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম অর্থসূচককে বলেন, বাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.