নন্দীগ্রামে ফের পিছিয়ে গেলেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২৯২টি আসনের ভোটগণনা চলছে। তবে সবার নজর নন্দীগ্রামে। হাই-প্রোফাইল এ আসনে একাদশ রাউন্ডের ভোটগণনা শেষে পিছিয়ে গেলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। তার চেয়ে প্রায় সাড়ে ৪ হাজার ভোটে এগিয়ে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী।

তবে একাদশ রাউন্ডের শেষে ৩৩২৭ ভোটে এগিয়ে যান মমতা। দ্বাদশ রাউন্ডের শেষে ফের এগিয়ে গিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। দ্বাদশ রাউন্ড শেষে শুভেন্দুর ভোট ৭৯ হাজার ৯০। অন্যদিকে মমতা পেয়েছেন ৭৪ হাজার ৬৯১ ভোট। প্রায় সাড়ে ৪ হাজার ভোটে পিছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।

রোববার (০২ মে) পুরো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চললেও বাড়তি নজর নন্দীগ্রামের দিকে। গোটা দেশই তাকিয়ে রয়েছে তৃণমূলের আন্দোলন ভূমির দিকে।

ভোট গণনায় সামগ্রিকভাবে এগিয়েই রয়েছে তৃণমূল। দুপুর ৩টা পর্যন্ত ২০২ আসনে এগিয়ে রয়েছে তারা। কিন্তু তাদের কড়া টক্কর দিচ্ছে বিজেপি। ৮৬ আসনে এগিয়ে রয়েছে তারা। সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে দুটিতে, বাকি দুই আসনে এগিয়ে অন্যান্য।

সূত্র: এপিবি আনন্দ।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.