আজ বৃষ্টি হতে পারে ঢাকায়

কয়েকদিনের আবহাওয়া পূর্বাভাসে রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হলেও বৃষ্টির দেখা মিলছে না। রবিবারের (২ মে) পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সর্বশেষ পূর্বাভাস প্রতিবেদন বলছে, আজ রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় ঢাকা, রাজশাহী বরিশাল, খুলনা, চট্টগ্রাম এলাকার জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙামাটি, নোয়াখালী, ফেনী অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। তা কোনও কোনও স্থানে প্রশমিত হতে পারে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ছিল। গত ২৪ ঘণ্টা ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বেড়ে ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস হয়।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.