ভারতের বাইরেও টিকা উৎপাদনের পরিকল্পনা সেরামের

ভারতের বাইরে টিকা উৎপাদনের পরিকল্পনা করছে বিশ্বের সবচেয়ে বড় নির্মাতা প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট। টিকার উৎপাদন আরও বাড়াতে সংস্থাটি এই পরিকল্পনা করছে।

দ্য টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে শুক্রবার (৩০ এপ্রিল) সেরামের সিইও আদর পুনাওয়ালা এমনটা জানিয়েছেন।

তিনি বলেন, দেশজুড়ে কোভিশিল্ডের জোগান দিতে সমস্যা হচ্ছে। আরও উৎপাদন বাড়াতে হবে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুনাওয়ালা বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিষয়টি ঘোষণা করা হবে।

গত সপ্তাহে সেরাম সিইও জানিয়েছিলেন, জুলাই মাসের মধ্যে মাসে ১০ কোটি ডোজ উৎপাদন করার লক্ষ্যমাত্রা নিয়েছেন তারা। যদিও পরে তিনি জানান, মে মাসের মধ্যেই সেই লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা করা হয়েছে।

ভারতে করোনার দৈনিক সংক্রমণ অতীতের সব রেকর্ড ভেঙেছে। দৈনিক মৃত্যুও গত কয়েক দিন সাড়ে তিন হাজার ছাড়িয়ে গেছে।

সংক্রমণের লাগাম টানতে টিকাদানের ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। শনিবার থেকে ভারতে তৃতীয় পর্যায়ে ১৮ বছরের বেশি বয়সীদের টিকাদান শুরু হয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের ঘোষণার পরেও একাধিক রাজ্য জানিয়েছে, শনিবার থেকে টিকাদান শুরু করতে পারছে না তারা। কারণ পর্যাপ্ত টিকা এখন পর্যন্ত তাদের হাতে নেই।

এদিকে সেরামকে দেড় কোটি ডোজ টিকার আগাম টাকা পরিশোধ করেও অর্ধেকের কম টিকা পেয়েছে বাংলাদেশ। বিকল্প উৎস না রাখায় শেষ পর্যন্ত বাংলাদেশকে টিকাদান কর্মসূচি বন্ধ করে দিতে হয়েছে। পরবর্তীতে রাশিয়া এবং চীনের টিকা জরুরি ব্যবহারে অনুমতি দিয়েছে সরকার।

সূত্র: রয়টার্স।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.