আবারও নড়বড়ে নব্বইয়ে আউট তামিম

প্রথম টেস্টে সেঞ্চুরিটা ধরা দিতে দিতেও দেয়নি তামিম ইকবালের কাছে। দ্বিতীয় টেস্টেও সেই একই দৃশ্য দেখা গেল আবারও। নড়বড়ে নব্বইয়ে কাটা পড়লেন তিনি। ব্যক্তিগত ৯২ রানে প্রবীন জয়াবিক্রমার বলে ক্যাচ দিলেন স্লিপে থাকা লাহিরু থিরিমান্নের কাছে। ফলে সিরিজে দ্বিতীয়বারের মতো সেঞ্চুরির কাছে গিয়েও খালি হাতেই ফিরতে হলো তাকে।

শ্রীলঙ্কার করা ৪৯৩ রানের জবাবে শুরু থেকেই সাবলীল ব্যাটিং করছিলেন তামিম। তার ব্যাটে ভর করেই পাল্টা জবাবটা বেশ ভালোভাবে দিচ্ছিল বাংলাদেশ। কিন্তু দলীয় সংগ্রহ দেড়শ পেরুতেই তামিমের উইকেট তুলে নিলেন শ্রীলঙ্কার অভিষিক্ত বাঁহাতি ওপেনার প্রবীন জয়াবিক্রম।

আউট হওয়ার আগে ১২ চারের মারে ১৫০ বলে ৯২ রান করেছেন তামিম। অবশ্য এর আগে ব্যক্তিগত ৯১ ও ৯২ রানে শর্ট লেগের হাত থেকে জীবন পেয়েছিলেন তিনি।

এক রানের ব্যবধানে সাইফ হাসান ও নাজমুল হাসান শান্তর জোড়া উইকেট হারিয়ে সকালের সেশনের শেষ দিকে বিপদেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। তামিমের দুরন্ত ব্যাটিংয়ে সেই বিপদ কাটিয়ে এগিয়ে যাচ্ছিল টাইগাররা। কিন্তু নার্ভাস নাইনটিতে তার বিদায়ে ফের বিপদে পড়ে গেল লাল-সবুজের প্রতিনিধিরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইনিংসের ৪৫ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ৩ উইকেটে ১৫৭ রান। ফর্মে থাকা অধিনায়ক মুমিনুল হক খেলছেন ৩০ রানে। চতুর্থ উইকেট জুটিতে তাকে সঙ্গ দিতে নেমেছেন দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহীম।

আজ ম্যাচের তৃতীয় দিন মাত্র ১৫ মিনিট ব্যাটিং করেই ইনিংস ঘোষণার সিদ্ধান্ত জানিয়েছে স্বাগতিকরা। তাসকিন আহমেদের বোলিংয়ে মুশফিকুর রহীমের দুর্দান্ত ক্যাচে আগেরদিনের অবিচ্ছিন্ন জুটি ভাঙতেই ৪৯৩ রানে ব্যাটিং ছেড়ে দিয়েছে শ্রীলঙ্কা।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.