তীব্র গরম থাকবে আরও দু–তিন দিন

বিগত বেশকিছুদিন ধরেই সারা দেশে তীব্র দাবদাহ চলছে। আবহাওয়া অফিস বলছে, এই দাবদাহ সামনের আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে। এরপর একটু মেঘলা হয়ে আসতে পারে। তখন গরম কমবে।

রাজধানী ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে গতকাল রোববার, ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে গতকাল ঢাকার জনজীবন ছিল দুঃসহ। আজও ভোর থেকেই কড়া রোদ উঠেছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজও ঢাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। ফলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে।

আজ সোমবার (২৬ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ আবদুর রহমান খান গণমাধ্যমকে বলেন, আজও তাপমাত্রা মোটামুটি গতকাল রোববারের মতোই থাকবে, বৃদ্ধি পাওয়ার আশঙ্কা কম। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আরও দুই থেকে তিন দিন তাপমাত্রা এমনই থাকবে। এরপর একটু মেঘলা হয়ে আসতে পারে।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া খুলনায় তাপমাত্রা ৪০ দশমিক ২, রাজশাহীতে ৪০ দশমিক ৩, ঢাকায় ৩৯ দশমিক ৫, পাবনার ঈশ্বরদীতে ৩৯ দশমিক ৫, পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল।

আবহাওয়াবিদ আবদুর রহমান খান আরও বলেন, আজ রাজশাহী, কুষ্টিয়া, যশোর, ঢাকা, খুলনা এলাকাতে তাপমাত্রা বেশি থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুসারে আজ বরিশালের তাপমাত্রা থাকতে পারে ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ময়মনসিংহ ৪১ দশমিক ১, রংপুরে ৩৯ দশমিক ৭, সিলেটে ৩৯ দশমিক ২, চট্টগ্রামে ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

আজ সোমবার ভোর ৬টায় ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৬ শতাংশ। আর্দ্রতার পরিমাণ কম থাকায় তাপমাত্রা বেশি থাকলেও তুলনামূলক কম গরম অনুভূত হতে পারে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.