অস্কার ২০২১: শেষ হাসি হাসলেন যারা

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। করোনা মহামারিতে এবার ভিন্ন আঙ্গিকে আয়োজিত হয়েছে এই প্রতীক্ষিত অনুষ্ঠান।

৯৩তম অস্কারে যারা ইতিহাসের পাতায় নাম লেখাচ্ছেন তাদের মধ্যে এগিয়ে আছে বিশ্বখ্যাত সিনেমা ‘নোম্যাডল্যান্ড’র পরিচালক ক্লো ঝাও। ইতিহাসে দ্বিতীয় নারী হিসেবে তিনি সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন।

আলোচিত ‘মিনারি’ সিনেমার কোরিয়ান অভিনেত্রী ইয়ুহ-জুং ইয়ান সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে বিশ্বকে তাক লাগিয়েছেন। কোরিয়ান অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি যিনি এই সম্মাননা অর্জন করলেন।

ওয়ার্নার ব্রাদার্সের ‘জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ’ সিনেমা এবার বেশ কয়েকটি ক্যাটাগরিতে মনোনয়ন পায়। সিনেমাটির প্রথম বড় অর্জন হিসেবে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন এর অভিনেতা ড্যানিয়েল কালুয়া।

সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে হিসেবে অ্যাওয়ার্ড জিতেছে ‘প্রমিজিং ইয়াং ওম্যান’। অন্যদিকে সেরা এডাপটেড স্ক্রিনপ্লে হয়েছে সনি পিকচার্সের ‘দ্য ফাদার’।

সেরা কসটিউম ডিজাইন এবং সেরা মেকআপ/হেয়ারস্টাইলিং দুটো পুরস্কারই জিতেছে নেটফ্লিক্সের চলচ্চিত্র ‘মা রেইনি’স ব্ল্যাক বটম’। হেয়ারস্টাইলিস্ট মিয়া নিল ও জামিকা উইলসন প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে এই ক্যাটাগরিতে অস্কার জিতলেন।

সেরা ফিল্ম এডিটিং এবং সাউন্ড-এর জন্য পুরস্কার জিতেছে অ্যামাজনের ‘সাউন্ড অব মেটাল’।

নেটফ্লিক্সের ‘ম্যাংক’ সেরা সিনেমাটোগ্র্যাকফি ও প্রোডাকশন ডিজাইনের পুরস্কার পেয়েছে। আর সেরা ভিজুয়াল ইফেক্টের পুরস্কার জিতেছে ওয়ার্নার ব্রাদার্সের ‘টেনেট’।

অস্কার-২০২১ বিজয়ীদের নাম ঘোষণা এখনও চলছে।

বিশ্বখ্যাত অস্কার পুরস্কার দিয়ে থাকে দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। একে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বলা হলেও বিশ্বজুড়ে ‘অস্কার’ নামেই বেশি জনপ্রিয়। সাধারণত হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে আয়োজিত হয়ে থাকে। তবে এবার করোনা মহামারির কারণে বিভিন্ন লোকেশন থেকে স্ট্রিম লাইভ করা হচ্ছে।

গোটা বিশ্বের বিনোদন অঙ্গনের দৃষ্টি এখন কে হচ্ছেন অস্কারজয়ী সেরা অভিনেতা-অভিনেত্রী, কোন চলচ্চিত্র হচ্ছে বিশ্বসেরা।

এবার অস্কারের জন্য চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী নিক জোনাস।

একনজরে দেখে নেওয়া যাক চলচ্চিত্রের সবচেয়ে বড় রাতে কারা হাসলেন শেষ হাসি
সেরা সিনেমা: নোম্যাডল্যান্ড
সেরা পরিচালক: ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড)
সেরা অভিনেতা: অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)

সেরা অভিনেত্রী: ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড (নোম্যাডল্যান্ড)
সেরা সহ-অভিনেতা: ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ)
সেরা সহ-অভিনেত্রী: ইয়া-জাং উন (মিনারি)

সেরা মৌলিক গান: ফাইট ফর ইউ (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ)
সেরা এনিমেটেড সিনেমা: সোল
সেরা মেকআপ ও কেশসজ্জা: মা রেইনি’স ব্ল্যাক বটম

ভিজ্যুয়াল ইফেক্ট: টেনেট
সিনেমাটোগ্রাফি: মাঙ্ক
সম্পাদনা: সাউন্ড অব মেটাল

প্রোডাকশন ডিজাইন: মাঙ্ক
শব্দ: সাউন্ড অব মেটাল
সেরা আন্তর্জাতিক সিনেমা: এনাদার রাউন্ড (ডেনমার্ক)

সেরা প্রামাণ্যচিত্র: কোলেট
প্রামাণ্যচিত্র ফিচার: মাই অক্টোপাস টিচার
লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: টু ডিসট্যান্ট স্ট্রেঞ্জার্স

অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ইফ এনিথিং হ্যাপেনস, আই লাভ ইউ
সেরা মৌলিক চিত্রনাট্য: প্রমিসিং ইয়ং উম্যান
সেরা এডাপ্টেড চিত্রনাট্য: দ্য ট্রায়াল অব শিকাগো সেভেন

অরিজিনাল স্কোর: সোল
কস্টিউম ডিজাইন: মা রেইনি’স ব্ল্যাক বটম

সূত্র: রয়টার্স।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.