ফের মুশফিককে ছাড়িয়ে শীর্ষে তামিম

ক্যান্ডি টেস্টে তিন তিনবার একে অন্যকে ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। গত কয়েকটি সিরিজ ধরেই বাংলাদেশের এই দুই ক্রিকেটারের মধ্যে দেশের হয়ে টেস্টের শীর্ষ রান সংগ্রাহকের লড়াই চলছে।

গত দেড় বছরে ছ’বার মুশফিক-তামিমের মধ্যে টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষস্থান বদল হয়েছে। বুধবার ৯০ রানের ইনিংস খেলার পথে মুশফিককে পেছনে ফেলে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছিলেন তামিম। বাংলাদেশের সফলতম ওপেনার থেকে ৬১ রান দূরে ছিলেন মুশফিক। তামিমের সংগ্রহ ছিল ৪ হাজার ৫৯৮ রান। শুক্রবার তামিমকে টপকে রেকর্ডটি আবারও নিজের করে নিয়েছিলেন মুশফিক। অপরাজিত ৬৮ রানের ইনিংস মুশফিকের রান দাঁড়ায় ৪ হাজার ৬০৫। ফলে মুশফিকের চেয়ে সাত রান পিছিয়ে ছিলেন বাঁহাতি ওপেনার।

একদিনের ব্যবধানে রবিবার মুশফিককে হটিয়ে আবারও সেই স্থান নিজের করে নিয়েছেন দেশসেরা ওপেনার। নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই লাকমালের একটি বলে বাউন্ডারি মেরে মুশফিককে ছাড়িয়ে যান তিনি। এই মুহূর্তে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি দিকে এগিয়ে যাচ্ছেন তামিম। প্রথম ইনিংসে আউট হয়েছিলেন ৯০ রানে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.