৫৩ জন নাবিকসহ সাবমেরিনটি গেল কোথায়?

ইন্দোনেশিয়ার কেআরআই নাঙ্গালা-৪০২ নামের একটি সাবমেরিন ৫৩ জন নাবিকসহ নিখোঁজ হয়েছে। এর পরপরই দেশটির নৌবাহিনী সাবমেরিনটির খোঁজে নেমেছে।

স্থানীয় সময় বুধবার (২১ এপ্রিল) বালি দ্বীপের উত্তরে একটি সামরিক অনুশীলনে অংশ নিচ্ছিল এই সাবমেরিন। হঠাৎ করেই তার খোঁজ মিলছে না।

সংবাদ মাধ্যম বিবিসি বলছে, এরই মধ্যে কেআরআই নাঙ্গালা-৪০২ নামের এই সাবমেরিন খুঁজতে অস্ট্রেলিয়া ও সিঙ্গপুরের সাহায্য চাওয়া হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বালি দ্বীপের প্রায় ৬০ মাইল দূরে পানির নিচে অনুশীলনের সময় সাবমেরিনটির সঙ্গে কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এএফপিকে দেশটির ফাস্ট এডমিরাল জুলিয়াস উইদজোনো বলেছেন, সাবমেরিনটির খোঁজ চালাচ্ছে নৌবাহিনী। আমরা জানি ওই এলাকাটি অনেক গভীর।

নিখোঁজ সাবমেরিনটি ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিনের মধ্যে একটি। এটি ১৯৭০ দশকের শেষ দিকে তৈরি করা হয়েছিল।

সূত্র: বিবিসি।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.