টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কা সফরের প্রথম ম্যাচে টস জিতেছে বাংলাদেশ দল। যেখানে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক।

ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে এ পর্যন্ত হওয়া সাত ম্যাচে টস জেতা দলই জিতেছে চারটি ম্যাচে। আর ড্র হয়েছে বাকি তিন ম্যাচ। অর্থাৎ এই মাঠে টসের ফলের ওপরেও ম্যাচের ফলাফল অনেকাংশে নির্ভর করে।

এদিকে এ নিয়ে সপ্তম টেস্টে অধিনায়কত্ব করছেন অধিনায়ক মুমিনুল। এর আগের ছয় টেস্টে টস জিতেছেন তিনবার, হেরেছেনও তিনবার। তবে জয় মিলেছে মাত্র এক ম্যাচে। সেই ম্যাচে টস হেরেছিল বাংলাদেশ।

এবার চতুর্থবারের মতো টস জিতলেন মুমিনুল। দেখার বিষয় শ্রীলঙ্কার মাটিতে অধিনায়কত্বের শুরুটা কেমন হয় তার।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ ও এবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, পাথুম নিসাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমল, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, নিরোশান দিকবিলা (উইকেটকিপার), ওশাদা ফার্নান্দো ও অ্যাঞ্জেলো ম্যাথুজ।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.