সম্পর্ক জোড়া লাগাতে সৌদি-ইরান গোপন বৈঠক

দীর্ঘ চার বছর পর কূটনীতিক পর্যায়ে গোপন বৈঠকে বসেছে মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি সৌদি আরব ও ইরান। দীর্ঘদিন বৈরিতা ভুলে সম্পর্ক জোড়া লাগাতে এ বৈঠকের আয়োজন বলে জানা গেছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের বরাত দিয়ে আজ রোববার (১৮ এপ্রিল) এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

ইরাকের রাজধানী বাগদাদে ৯ এপ্রিল দুই দেশের শীর্ষ স্থানীয় কর্মকর্তারা বৈঠকে অংশ নেন। এতে সৌদি আরবে ইরান সমর্থিত হুতিদের হামলার বিষয়টি প্রধান্য পায়। একজন কর্মকর্তা জানিয়েছেন, ওই আলোচনাটি ছিল ইতিবাচক।

নাম না প্রকাশ করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরবের পক্ষে নেতৃত্ব দেন দেশটির গোয়েন্দা বিভাগের প্রধান খালিদ বিন আলি আল-হুমাইদান। এ ছাড়া পরবর্তী আলোচনার বিষয়ে বৈঠকে তারিখ নির্ধারণ করা হয়।

বৈঠকের বিষয়ে দুই পক্ষের কারও মন্তব্য পাওয়া যায়নি। তবে সৌদির এক কর্মকর্তা ইরানের সঙ্গে বৈঠকের বিষয়টি নাকচ করে দিয়েছেন।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.