করোনা: শনাক্ত কমলেও আজও মৃত্যু শয়ের ওপরে

করোনা মহামারির তাণ্ডবে টালমাটাল বিশ্ব। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এ অবস্থায় বিগত বেশ কিছুদিন ধরে দেশে করোনা রোগী শনাক্তের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত কমেছে।

গত ২৪ ঘণ্টায় দেশে তিন হাজার ৪৭৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। গত ৭ এপ্রিল করোনা রোগী শনাক্ত হয় সাত হাজার ৬২৬ জন। যা একদিনে এ যাবতকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

আগের সাত দিনে দেশে যথাক্রমে ৪৪১৭, ৪১৯২, ৫১৮৫, ৬০২৮, ৭২০১, ৫৮১৯ ও ৫৩৪৩ জন রোগী শনাক্ত হয়।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ ১৫ হাজার ২৫২ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষাকৃত এসব নমুনার ২১ দশমিক ৪৬ শতাংশের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

গতকাল দেশে ১৮ হাজার ৯০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট ৫১ লাখ ৫০ হাজার ৬৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর মোট পরীক্ষার ১৩ দশমিক ৮৯ শতাংশ পজিটিভ।

আজ শনিবার (১৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


একনজরে দেশের করোনার চিত্র

নতুন করে শনাক্ত হয়েছেন: ৩৪৭৩ জন

মোট আক্রান্তের সংখ্যা: ৭১৫২৫২ জন

২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে: ১০১ জনের

মোট মৃত্যু হয়েছে: ১০২৮৩ জনের

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন: ৫৯০৭ জন

মোট সুস্থ হয়েছেন: ৬০৮৮১৫ জন


গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০১ জন মারা গেছেন। গতকাল শুক্রবার (১৬ এপ্রিল) দেশে করোনায় মারা যান ১০১ জন, যা এযাবতকালের সর্বোচ্চ। এর আগে বুধবার (১৪ এপ্রিল) ৯৬ জন মারা যান।

গত সাত দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যথাক্রমে ১০১, ৯৪, ৯৬, ৬৯, ৮৩, ৭৮ ও ৭৭ জন।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৮৩ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচ হাজার ৯০৭ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ছয় লাখ ৮ হাজার ৮১৫ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ১২ শতাংশ।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.