করোনায় একদিনে ১০১ মৃত্যুর রেকর্ড

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন। একদিনে এই প্রথম একশ’ জনের বেশি রোগী মারা গেলেন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১০ হাজার ১৮২ জন। এ সময়ে শনাক্ত হয়েছেন চার হাজার ৪১৭ জন, এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন সাত লাখ ১১ হাজার ৭৭৯ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে চার হাজার ৪১৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। গত ৭ এপ্রিল করোনা রোগী শনাক্ত হয় সাত হাজার ৬২৬ জন। যা একদিনে এ যাবতকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

আগের সাত দিনে দেশে যথাক্রমে ৪১৯২, ৫১৮৫, ৬০২৮, ৭২০১, ৫৮১৯, ৫৩৪৩ ও ৭৪৬২জন রোগী শনাক্ত হয়।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ ১১ হাজার ৭৭৯ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার ৯০৬টটি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষাকৃত এসব নমুনার ২৩ দশমিক ৩৬ শতাংশের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

গতকাল দেশে ১৯ হাজার ৯৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট৫১ লাখ ৩৪ হাজার ৪৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর মোট পরীক্ষার ১৩ দশমিক ৮৬ শতাংশ পজিটিভ।

আজ শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


একনজরে দেশের করোনার চিত্র

নতুন করে শনাক্ত হয়েছেন: ৪৪১৭ জন

মোট আক্রান্তের সংখ্যা: ৭১১৭৭৯ জন

২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে: ১০১ জনের

মোট মৃত্যু হয়েছে: ১০১৮২ জনের

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন: ৫৬৯৪ জন

মোট সুস্থ হয়েছেন: ৬০২৯০৮ জন


গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০১ জন মারা গেছেন, যা এযাবতকালের এটা সর্বোচ্চ। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) করোনায় মারা যান ৯৪ জন। এর আগে বুধবার (১৪ এপ্রিল) ৯৬ জন মারা গেছেন। যা ছিল সর্বোচ্চ মৃত্যু।

গত সাত দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যথাক্রমে ৯৪, ৯৬, ৬৯, ৮৩, ৭৮, ৭৭ ও ৬৩ জন।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১৮২ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচ হাজার ৬৯৪ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২ হাজার ৯০৮জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৭০ শতাংশ।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.