গালফুড ফেয়ার থেকে রপ্তানি আদেশ পেয়েছে আরডি ফুড

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস গত ২১ থেকে ২৫ ফেব্রুয়ারি দুবাই, ইউনাইটেড আরব এমিরেটসের ওয়ার্লড ট্রেড সেন্টারে গালফুড ফেয়ার-২০২১ অংশগ্রহণ করে। ওইসময় কোম্পানিটি মেলা থেকে ক্রেতাদের ভালো সাড়া পেয়েছে। কোম্পানিটি বিভিন্ন দেশ থেকে প্রায় ১.১ মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আদেশ পায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আরডি ফুড পন্য রপ্তানির মাধ্যমে বৈদিশেক মুদ্রা অর্জন ও রপ্তানি ভলিউম বাড়ানোর চেষ্টা করছে। কোম্পানিটি ইতোমধ্যে আফ্রিকান দেশগুলোতে পরীক্ষামূলকভাবে রপ্তানি শুরু করেছে।

কোম্পানিটি আরও জানায়, আরডি ফুড গালফুড ফেয়ারে বিভিন্ন দেশ থেকে প্রায় ১.১ মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আদেশ পায়। দেশগুলো হচ্ছে- ব্রুকিনা ফ্যাসো, ইউই, ঘানা, মালি, রিপাবলিক অব মালদোভা, ইয়েমেন এবং বিশ্বের অন্যান্য দেশ।

এর ফলে সামনের দিনগুলোতে কোম্পানির রাজস্বে রপ্তানি প্রক্রিয়া বড় প্রভাব ফেলবে। কোম্পানির টার্নওভার বাড়বে ৯ কোটি ১৩ লাখ টাকার। মুনাফা বাড়বে ১ কোটি ৬৯ লাখ ৮১ হাজার ৮০০ টাকার। এবং ইপিএস বাড়বে ১০ পয়সা।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.