উচ্চ আদালতে ৩৫টি ভার্চুয়াল বেঞ্চ চালুর দাবিতে স্মারকলিপি

লকডাউন চলাকালে উচ্চ আদালতের ৩৫টি ভার্চুয়াল বেঞ্চ রাখতে প্রধান বিচারপতিকে স্মারকলিপি দিয়েছে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ।

আজ রোববার (১১ এপ্রিল) সকালে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন মেহেদী প্রধান বিচারপতিকে এ স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে দেশের সব ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণের সুযোগ, আসামির জামিন শুনানি, নতুন মামলা ফাইলিং ও শুনানির ব্যবস্থা করাসহ সব মামলা জেলা ও দায়রা জজ আদালত এবং ট্রাইব্যুনালে শুনানির ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

পরে এই দাবি বাস্তবায়নে আইনজীবী সমিতির সামনে মানববন্ধন করেন আইনজীবীরা। মানববন্ধনে সাধারণ আইনজীবী পরিষদের আহ্বায়ক ও সুপ্রিম কোর্ট আইনজীবীর সাবেক সম্পাদক অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন মেহেদী বলেন, কোনো অবস্থাতেই সাংবিধানিক আদালত বন্ধ থাকতে পারে না। বিচার প্রার্থীর জনগণের মতো বিচার নিশ্চিত করতে আদালত চালু রাখতে হবে। করোনায় ৩৫টি ভার্চুয়াল বেঞ্চ চালু রাখার সক্ষমতা আছে সুপ্রিম কোর্টের। এটা আগে প্রমাণ হয়েছে।

মানববন্ধনে অ্যাডভোকেট মামুন মাহবুব, অ্যাডভোকেট রফিকুল হক তালুকদার রাজা, অ্যাডভোকেট মাসুদ রানা, অ্যাডভোকেট এ আর রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.