ভারতে নতুন রেকর্ড, একদিনে আক্রান্ত দেড় লক্ষাধিক

ভারতে নভেল করোনা ভাইরাসে নতুন আক্রান্ত হয়েছে এক লাখ ৫২ হাজার ৮৭৯ জন। এক দিনের আক্রান্তের হিসাবে এটিই ভারতের সর্বাধিক। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আজ রোববার (১১ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভারতজুড়ে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে। দেশের অনেক জায়গায় হাসপাতাল ধারণ ক্ষমতা অতিক্রম করেছে।

ভারতে টানা পাঁচদিন ধরে প্রতিদিন করোনায় আক্রান্ত নতুন আক্রান্ত রোগীর সংখ্যা লাখের কোঠা ছাড়িয়ে যাচ্ছে। গতবছর মহামারি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা পৌঁছেছে ১ কোটি ৩৩ লাখে। এখন পর্যন্ত এ রোগে সেখানে মারা গেছেন ১ লাখ ৬৯ হাজার জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সেখানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১১ লাখ ৮ হাজার ৮৭ জন। এটিও একটি নতুন রেকর্ড। এর আগে ভারতে সর্বোচ্চ সক্রিয় করোনা রোগীর সংখ্যা ছিল ১০ লাখ ১৭ হাজার ৭৫৬। ২০২০ সালের ১৮ সেপ্টেম্বরের হিসাব এটি। সে বছর অক্টোবর-নভেম্বর থেকে সংক্রমণ কমা শুরু করেছিল। সর্বনিম্ন ছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। ওই মাসের ১২ তারিখের হিসেব বলছে, সে সময় ভারতে মোট সক্রিয় রোগীর সংখ্যা ছিল ১ লাখ ৩৫ হাজার ৯২৬ জন।

এদিকে একদিকে যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে, অন্যদিকে কমে আসছে সুস্থ হয়ে ওঠার শতকরা হার। বর্তমানে দেশটিতে করোনায় সুস্থ হয়ে ওঠার হার কমেছে ৫ শতাংশেরও বেশি। ভারতের এক কোটি ৩৫ লাখ আক্রান্তের মধ্যে এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছে এক কোটি ২০ লাখ ৮১ হাজারের বেশি মানুষ।

সূত্র: রয়টার্স, এনডিটিভি।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.