শীতলক্ষ্যায় শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি

মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা শতাধিক যাত্রী নিয়ে শীতলক্ষ্যা নদীতে একটি লঞ্চ ডুবে গেছে। নারায়ণগঞ্জ নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউনুচ বিষয়টি নিশ্চিত করেন।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইতোমধ্যে নিখোঁজদের উদ্ধার কাজ শুরু হয়েছে।

জানা গেছে, কার্গো জাহাজের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে হতাহতের বিস্তারিত জানাযায়নি।

খবর পেয়ে নৌপুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ডুবে যাওয়া লঞ্চটির নাম সাবিত আল হাসান। নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে যাত্রী নিয়ে চলাচল করে লঞ্চটি।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.