ইউরোপ ও ১২ দেশ থেকে বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় যুক্তরাজ্য ছাড়া পুরো ইউরোপ ও অন্যান্য অঞ্চলের ১২টি দেশ থেকে যাত্রী পরিবহন নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে যুক্তরাজ্য এ নিষেধাজ্ঞার আওতায় নেই।

আজ বৃহস্পতিবার (০১ এপ্রিল) বেবিচক থেকে দেওয়া এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

ইউরোপ ছাড়াও আরও যে ১২ দেশ থেকে দেশে যাত্রী আসায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেগুলো হলো- আর্জেটিনা, ব্রাজিল, চিলি, তুরস্ক, সাউথ আফ্রিকা, উরুগুয়ে, পেরু, বাহরাইন, জর্ডান, লেবানন, কুয়েত এবং কাতার।

আগামী ৩ এপ্রিল রাত ১২টা ১ মিনিট থেকে ১৮ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন বিভাগের সদস্য চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত ওই সার্কুলারে এটি উল্লেখ করা হয়েছে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.