প্রাণহানির দায় সরকারকেই নিতে হবে: জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের মধ্যে পুলিশের গুলিতে যে হতাহতের ঘটনা ঘটেছে, তার দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে।

মঙ্গলবার এক বিবৃতিতে এসব কথা বলেন জি এম কাদের।

বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, সরকারের সাথে যদি কোনো মহলের মতবিরোধ সৃষ্টি হয়, তার মিমাংসা রক্তাক্ত পথে হতে পারে না। সরকারের নীতি, কর্মকাণ্ড এবং আচরণের বিরুদ্ধে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে সাম্প্রতিক সময়ের আন্দোলনে তারই বহি:প্রকাশ ঘটেছে। এই কয়েকদিনের বিক্ষোভে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। এটা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত এবং নিন্দনীয়।

সরকারের শুভবুদ্ধির উদয় হবে আশা করে জিএম কাদের বলেছেন, অনতিবিলম্বে চলমান বিরোধ ও সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটাতে হবে। এই কয়েক দিনের ঘটনায় যারা নিহত বা আহত হয়েছেন তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.