টিকা নেওয়ার ২ মাস পর করোনায় আক্রান্ত হলেন এমপি মজিদ

টিকার প্রথম ডোজ নেয়ার প্রায় দুই মাস পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল মজিদ খান।

তার ব্যক্তিগত সহকারী সেলিম উদ্দিন জানান, সোমবার রাতে করোনা পরীক্ষার রিপোর্ট এলে এমপি মজিদের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

সেলিম বলেন, এমপি মজিদ কয়েক দিন ধরে ঠান্ডা-সর্দিতে ভুগছিলেন। এ ছাড়া আর কোনো উপসর্গ ছিল না। রোববার ঢাকায় করোনা পরীক্ষার জন্য তিনি নমুনা দিয়েছিলেন। সোমবার রাতে রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। এখন তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

তিনি আরও জানান, আব্দুল মজিদ খান গেল ৯ ফেব্রুয়ারি বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। দ্বিতীয় ডোজ নেয়ার আগেই তিনি করোনায় আক্রান্ত হলেন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.