‘অচেনা’ বাংলাদেশের সামনে ধৈর্য ধরতে চান সোধি

ছুটি নেওয়ার কারণে সাকিব আল হাসান ও তামিম ইকবাল আর ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলা হয়নি মুশফিকুর রহিমের। দলের অভিজ্ঞ ক্রিকেটাররা না থাকায় প্রথম ম্যাচে একেবারে তরুণ দল নিয়েই মাঠে নামতে হয়েছে বাংলাদেশকে। এই দলের বেশ কয়েকজন রয়েছেন যাদের কিনা জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ডে প্রথম সফর।

প্রথম ম্যাচে কিউই বোলারদের বিপক্ষে ভালো করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবে নেপিয়ার ও ইডেন পার্ক আকারে ছোট হওয়ায় বাংলাদেশের তরুণদের বিপক্ষে বোলিং করাটা চ্যালেঞ্জিং হবে জানিয়ে ইশ সোধি বলেন, ‘একটানা সাতটা সিরিজ সত্যিই বিশেষ কিছু। এটি করার জন্য আমাদের দুটি সুযোগ রয়েছে তবে আপনি নিজের থেকে খুব বেশি এগিয়ে যেতে চান না। আমি এই বাংলাদেশি খেলোয়াড়দের বিপক্ষে কখনও খেলিনি। তারা কিছু আক্রমণাত্বক ও বিস্তৃত শট খেলেছে। নেপিয়ারে এবং ইডেন পার্কের মতো মাঠে এই ছেলেদের বল করা চ্যালেঞ্জিং হতে চলেছে। আমাদের সত্যিই ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করতে হবে।’

২১১ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ শুরুতে ২ উইকেট হারালেও রান রেট ধরে রেখেছিল। সোধি বলেন, ‘এরকম জয় পাওয়াটা দুর্দান্ত ব্যাপার। আমার মনে হয় বাংলাদেশের বেশ কয়েকজন তরুণ ছিল যাদের আমরা আগে দেখিনি। তারা প্রথম দিকে কিছু বিস্তৃত শট খেলেছিল। তারা সত্যিই খুব ভালো শুরু করেছিল এবং আমাদের কিছুটা চাপের মধ্যে ফেলেছিল। দুই উইকেট যাওয়ার পরও তাদের রান রেট ভালো ছিল। পেছনের দিকে উইকেট হারানার ফলে রান রেট ধরে রাখা কঠিন ছিল। এটা স্পষ্টতই আমাদের জন্য আনন্দদায়ক।’

আগে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ের অপরাজিত ৯২ ও উইল ইয়ংয়ের হাফ সেঞ্চুরিতে ২১০ রানের বড় সংগ্রহ পেয়েছিল নিউজিল্যান্ড। ব্যাটিং বান্ধব উইকেট হলেও ২১১ রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে উইকেটে বাংলাদেশ তুলে মাত্র ১৪৪ রান। এদিন বল হাতে দুর্দান্ত ছিলেন সোধি। ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে বাংলাদেশের ৪ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান তিনি।

 

অর্থসূচক/এএইচআর

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.