ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের পুরস্কৃত করবে বিএসইসি

পুঁজিবাজারে নিযুক্ত বাজার মধ্যস্থতাকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে (স্টক-ব্রোকার, স্টক-ডিলার, মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার, সম্পদ ব্যবস্থাপক ইত্যাদি) পুরস্কৃত করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিনিয়োগকারীর স্বার্থ সুরক্ষা ও পুঁজিবাজার উন্নয়নে প্রতিষ্ঠানগুলোর বিগত এক বছরের দায়িত্ব ও কর্তব্য পর্যালোচনাপূর্বক শ্রেণীভিত্তিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করবে নিয়ন্ত্রক সংস্থা।

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) অনুষ্ঠিত বিএসইসি ৭৬৭তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে বিভিন্ন সময় মার্চেন্ট ব্যাংকার স্টক-ব্রোকার, স্টক-ডিলারদের ভালো কাজের স্বীকৃতির বিষয়টি উঠে আসে বিএসইসির পক্ষ থেকে। পাশাপাশি বিধিমালা লঙ্ঘনের জন্য শাস্তির বিষয়টিও বাদ যায়নি। বিধিমালা লঙ্ঘনের দায়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিভিন্ন সময়ে কয়েকটি মার্চেন্ট ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) কোটা সুবিধা বন্ধ করেছে।

অর্থসূচক/আরএ/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.