ব্লক মার্কেটে ৭৯ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ২৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৮  লাখ ৭০ হাজার ৩৬০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৯ কোটি ১৫ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ২৮ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ইউনাইটেড পাওয়ার ৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আর্গন ডেনিমস, বিবিএস ক্যাবলস, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, সিভিও পেট্রোকেমিক্যাল, ডিবিএইচ, এমারেল্ড অয়েল, জিবিবি পাওয়ার, জেনারেশন নেক্সট, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো, গ্রামীণফোন, আইএফআইএল ইসলামী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, কোহিনুর কেমিক্যাল, ন্যাশনাল পলিমার, ন্যাশনাল টিউবস, ওয়ান ব্যাংক, প্রভাতি ইন্স্যুরেন্স, রানার অটোমোইলস, সী পার্ল বীচ, সামিট পাওয়ার, ট্রাস্ট ব্যাংক ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.