হোল্ডার তোঁপে ওয়েস্ট ইন্ডিজের প্রথম দিন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতায় ক্রেগ ব্রাথওয়েটকে পূর্ণকালীন অধিনায়কত্বের ভার দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। নেতৃত্ব হারানোর পর প্রথম ম্যাচ খেলতে নামলেন জেসন হোল্ডার। অথচ ওয়েস্ট ইন্ডজের সাবেক অধিনায়কের মধ্যে এখনো সেই পুরনো ঝাঁঝ বিদ্যমান।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন এই হোল্ডারের বলেই ধ্বংষস্তুপে পরিণত হয়েছে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৬৯ রানে গুটিয়ে গেছে দিমুথ করুনারত্নের দল। মাত্র ২৭ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন হোল্ডার। দিন শেষে বিনা উইকেটে ১৩ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

অ্যান্টিগায় স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নতুন ক্যারিবীয় অধিনায়ক ব্রাথওয়েট। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে সময় নেননি ক্যারিবীয় পেসাররা। প্রথমে লঙ্কান শিবিরে ভয় ঢোকান কেমার রোচ। পরো ম্যাচ জুড়েই অসাধারণ বোলিং করেন তিনি।

একদিকে রোচ লঙ্কান ব্যাটসম্যানদের চাপে রাখেন। অন্যদিকে বোলিংয়ে এসে টপাটপ উইকেট তুলে নিতে থাকেন হোল্ডার। ক্যারিয়ারে অষ্টমবারের ৫ উইকেট শিকার করার গৌরব অর্জন করেছেন বর্তমানে টেস্ট ক্রিকেটে অলরাউন্ডারদের র্যাংকিংয়ের এক নম্বরে থাক এই ক্রিকেটার।

লঙ্কান ইনিংসের বেশিরভাগ রান করেছেন বাঁহাতি ওপেনার লাহিরু থিরিমান্নে। ইনিংসের ৬৪তম ওভারে দলীয় ১৬০ রানের মাথায় সপ্তম ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি। এর আগে খেলেন ১৮০ বলে ৭০ রানের ইনিংস। সরাসরি বোল্ড করে থিরিমান্নেকে ফেরান এই হোল্ডারই। নিরোশান ডিকওয়েলাকে নিয়ে ষষ্ঠ উইকেটে ইনিংসের সর্বোচ্চ ৫৮ রানের জুটি গড়েছিলেন থিরিমান্নে। উইকেটরক্ষক ব্যাটসম্যান ডিকওয়েলা হোল্ডারের শিকারে পরিণত হওয়ার আগে করেন ৩২ রান। এছাড়া দুই অঙ্কে যেতে পেরেছেন ধনঞ্জয় ডি সিলভা ও করুনারাত্নে। একজন ১৩ এবং অন্যজন ১২ রান করেন।

হোল্ডারের ৫ উইকেট ছাড়াও রোচের শিকার ৩টি উইকেট। ১ টি উইকেট নিয়েছেস মাউন্টেন ম্যান খ্যাত রাকিম কর্নওয়াল। দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৭ রানে জন ক্যাম্পবেল এবং অধিনায়ক ব্যাথওয়েট ৩ রানে অপরাজিক থেকে দ্বিতীয় দিন শুরু করবেন।

 

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.