ডিবিএ ও শীর্ষ ব্রোকারদের সঙ্গে বিএসইসির বৈঠক বিকেলে

শেয়ারবাজার উন্নয়ন ও সা‌র্বিক প‌রি‌স্থি‌তি নিয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) ও শীর্ষ ১০ ব্রোকারদের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (২১ মার্চ) বিকাল ৫টায় ‌বিএসই‌সির কার্যাল‌য়ে এ বৈঠক অনু‌ষ্ঠিত হবে। বৈঠ‌কে সভাপ‌তিত্ব কর‌বেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম অর্থসূচককে এ তথ্য নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ‘পুঁজিবাজারে উন্নয়ন ও ব্রোকারদের সঙ্গে সমন্বয় বাড়াতে রোববার বিকেল ৫টায় শীর্ষ ১০ ব্রোকার হাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা‌দের (সিইও) সঙ্গে বৈঠক করবে বিএসই‌সি। এ সময় ক‌রোনা প‌রি‌স্থি‌তি‌তে শেয়ারবাজার বন্ধ থা‌ক‌বে- এমন গুজবের বিষয়টি নিয়ে আলোচনা করা হ‌বে।

বৈঠকে সভাপতিত্ব করবেন বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ।’

এবং শেয়ারবাজারের চলমান অবস্থা নিয়ে আলোচনা করা হবে। বাজারে সবার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে নেওয়ার লক্ষ্যে করণীয় নিয়েও আলোচনা করা হবে, যোগ করেন বিএসইসির মুখপাত্র।

অর্থসূচক/এমআর/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.