টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ ও তার স্ত্রী মাসকুরা হোসাইন দীনা।
মঙ্গলবার (১৬ মার্চ) করোনার উপসর্গ দেখা দিলে নমুনা দেন পীর মিসবাহ ও তার সহধর্মিণী। শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যায় সুনামগঞ্জ স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে সস্ত্রীক করোনা আক্রান্তের বিষয়টি জানতে পারেন তিনি।
পীর ফজলুর রহমান মিসবাহ গণমাধ্যমকে জানান, তিন দিন আগে হালকা জ্বর-সর্দি হলে করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করতে দেন। শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর তার এবং তার স্ত্রী করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে। হালকা জ্বর-সর্দি ছাড়া এমনিতে তারা সুস্থ আছেন জানিয়ে সবার কাছে সুস্থতা কামনা করে দোয়া চান এ সংসদ সদস্য।
পীর ফজলুর রহমান মিসবাহ’র ভাই এবং বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান ফেসবুক স্ট্যাটাসে দোয়া চেয়ে লিখেছেন, আমার ছোট ভাই, সুনামগঞ্জ সদর আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহ সস্ত্রীক করোনা পজিটিভ। সবার কাছে দোয়া চাইছি। মনটা ভারাক্রান্ত। বর্তমানে ভালো আছে। আইসোলেশনে আছে চিকিৎসকের পরামর্শে। আমার ভাই বলে নয়, যে কেউ খোঁজ নিলে জানতে পারবেন তার মতো নির্লোভ সাদাসাটা জীবনের সৎ এমপি আজকের রাজনীতিতে বিরল।
অর্থসূচক/কেএসআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.