বাংলাদেশ অটোমোবাইল প্রফেশনালস এসোসিয়েশনের আড্ডা

বাংলাদেশ অটোমোবাইল প্রফেশনালস এসোসিয়েশন (বাপা) এর ব্যানারে ঢাকায় গতকাল অনুষ্ঠিত হয়ে গেল এক জমজমাট সতীর্থ আড্ডা। আড্ডায় অংশগ্রহণ করেছিল দেশের সকল কোম্পানির ঢাকায় কর্মরত প্রতিনিধিবৃন্দ। আড্ডায় উপস্থিত ছিলেন- উত্তরা মোটর্স, হোন্ডা, টিভিএস, নিটল টাটা, এসিআই মটরস, রানার অটোমোবাইল, কর্ণফুলি, ন্যামস মোটর্স, আফতাব অটোমোবাইল, লুকয়েল বাংলাদেশের সিনিয়র কর্মকর্তা বৃন্দ। মুলত বাংলাদেশে কর্মরত অটোমোবাইল কোম্পানির প্রতিনিধিদের সংগঠন হল বাপা।

এই ব্যাপারে প্রতিষ্ঠা সভাপতি মাহমুদ আমিন জানান, যে মূলত কর্মীদের মধ্যে বন্ধন গড়ে তোলা এবং বিভিন্ন পর্যায়ে অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করাই বাপার মুল উদ্দেশ্য। এরই মধ্যে বাপা ৩ হাজার সদস্যের একটি সংগঠনে পরিনত হয়েছে স্বল্পতম সময়ে। বাপা এডমিন জানিয়েছে, তারা সারাদেশে প্রতিটি জেলায় সংগঠনের বিস্তার ঘটিয়েছে। ইতিমধ্যে তারা বাপা আড্ডা, রক্তদানের মতো কর্মসূচি গুলো পালন করে আসছে।
পরিশেষে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই জমজমাট আড্ডার পরিসমাপ্তি হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.