দর্শকশূন্য গ্যালারিতে হবে আইপিএল

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। দর্শকভরা গ্যালারি, চার-ছয়ের সঙ্গে উত্তেজনায় ঠাসা এক একটি ম্যাচ, আইপিএল বলতে এমনটাই চোখে ভাসে। কিন্তু এক করোনা ভাইরাস আইপিএলের মাঠের খেলার কোন ব্যাঘাত ঘটাতে পারেনি। অথচ এর প্রভাব পড়েছে গ্যালারিতে।

আইপিএলের তীর্থ ভূমি ভারতে আয়োজন করা তো সম্ভবই হয়নি। উল্টো হাজার মাইল দূরের সংযুক্ত আর আমিরাতে আয়োজন করতে হয়েছিল আইপিএলের ১৩তম আসর। গ্যালারি ছিল দর্শকশূন্য। আবারো দরজায় কড়া নাড়ছে আইপিএল। যা শুরু হবে এ বছরের ৯ এপ্রিল।

ভারত-ইংল্যান্ড সিরিজে মাঠে দর্শক থাকলেও গত বছরের ন্যায় এবারও দর্শকশূন্য স্টেডিয়ামেই হতে যাচ্ছে এবারের আইপিএল। নিশ্চিত না হলেও অন্তত এমনটাই আভাস দিয়ে রেখেছেন স্বয়ং বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘(দর্শকের ব্যাপারে) এখনও জানি না, পরিস্থিতির ওপর নির্ভর করবে। দুই দলের সিরিজের চেয়ে একটু ভিন্ন আইপিএল। আপনি যদি দর্শক ঢুকতে দেন… এখানে মাঠে খেলবে দুই দল। বাইরে অনুশীলনেও থাকবে কয়েক দল।’

তিনি আরও বলেন, ‘অনেক মাঠেই অনুশীলনের পিচগুলো বাইরে। যেখানে দলগুলো তাদের রুটিন অনুশীলন সেরে নেয়, কারণ নিয়মিতই খেলা থাকে। তো এমন অবস্থায় দর্শকদের জন্য উন্মুক্ত করে দিলে তারা অনুশীলনরত দলগুলোর কাছাকাছি যেতে পারে। যা অনেক বড় ঝুঁকি হতে পারে।’

এর আগে গত রোববার আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। সেখানে বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ আভাস দিয়ে রেখেছিলেন, আইপিএলের প্রথম অর্ধের বেশ কিছু ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামেই হবে। সেমিফাইনাল এবং ফাইনাল সহ বাকি ম্যাচে থাকবে আসন সংখ্যার অর্ধেক দর্শক। অথচ এবার পুরো টুর্নামেন্টেই দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের কথা বললেন গাঙ্গুলি। এর আগে অবশ্য ভারত-ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজে আসন সংখ্যার অর্ধেক দর্শক মাঠে প্রবেশের অনুমতি পেয়েছিল।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.