আকাশে হবে অবকাশযাপন, চালু হচ্ছে মহাকাশ হোটেল

মহাকাশে খোলা হবে বিশ্বের প্রথম হোটেল। কাজ শেষ করে চালু হবে ২০২৭ সালে। দ্য ভয়াগার স্টেশন নামের বিলাসবহুল এই হোটেলটিতে পৃথক কক্ষে ২৮০ জন অতিথি ও ১১২ জন ক্রু থাকতে পারবেন। এটিই হবে মহাকাশে অবস্থিত প্রথম কোনো স্থাপনা।

হোটেল নির্মাণ করবে সাবেক পাইলট জন ব্লিনকাউয়ের নির্মাণ প্রতিষ্ঠান অর্বিটাল অ্যাসেম্বলি কর্পোরেশন। ব্লিনকাউ বলেন, আমরা মানুষকে এটা বুঝাতে চাই যে– মহাকাশ ভ্রমণের সেই স্বর্ণযুগ এখন নাগালের মধ্যেই! সেই সুবর্ণ সুযোগ খুব দ্রুতই এগিয়ে আসছে।

ভার্জিন গ্রুপের মালিক রিচার্ড ব্রানসন এবং টেসলা ও স্পেসএক্সের মালিক ইলন মাস্ক উভয়েই মহাকাশ ভ্রমণ ও আবাসন নিয়ে ইতোপূর্বে বিভিন্ন আইডিয়া ও পরিকল্পনার কথা বলেছিলেন। এ প্রকল্পে তাদের অংশগ্রহণ থাকা-না থাকার প্রসঙ্গে ব্লিনকাউ বলেন, আমরা স্পেসএক্সকে এই মূহুর্তে পার্টনার বলতে পারি না। তবে ভবিষ্যতে তাদের সঙ্গে একত্রে হয়তো কাজ করবো।

তবে হোটেলটিতে থাকতে কেমন খরচ হবে, এখনই নিশ্চিত করে বলা কঠিন। মোট খরচের সঙ্গে ভার্জিন গ্যালাকটিক মহাকাশযানে করে যাতায়ত ফিও যুক্ত হবে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.