২০ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ২০ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে সিরিজটি। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১২ এপ্রিল লঙ্কা দ্বীপে যাবে বাংলাদেশ।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি বলেন, ‘আমরা আশা করছি আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার পরে আমাদের সঙ্গে শ্রীলঙ্কার হোম সিরিজ হওয়ার কথা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, এই তিনটা ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা ২০ মে তারিখের দিকে বাংলাদেশে আসবে এবং ঈদের পরে যত দ্রুত সম্ভব।’

এর আগে অবশ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। যদিও সিরিজটি হওয়ার কথা ছিল গেল বছরের জুলাইয়ে। তবে করোনার কারণে সেটি স্থগিত করতে বাধ্য হয়েছিল দুই দেশের ক্রিকেট বোর্ড। পরবর্তীতে অক্টোবরে সিরিজের সূচি চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত কোয়ারেন্টাইনের সময়সীমা নিয়ে বনিবনা না হওয়ায় আবারও স্থগিত হয়েছিল সিরিজটি। অবশেষে সিরিজটি চূড়ান্ত করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।

তিনি আরও বলেন, ‘দুইটা টেস্ট এক জায়গায় হবে। বাংলাদেশ দল কলম্বোতে থাকবে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দল আগামী সম্ভবত ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। প্রাথমিকভাবে ৬-৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, অন্যান্য প্রটোকল যে সব আছে এসবরে মধ্যেই বাংলাদেশ দল থাকবে।’

অর্থসূচক/এএইচআর

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.