রাতারাতি উধাও হবে ব্রণ

গরমে তৈলাক্ত ত্বক যাদের তারা বেশি ব্রণের সমস্যায় ভুগে থাকেন। এই সময় মুখ যতই পরিষ্কার থাকুক না কেন ত্বকে ময়লা দ্রুত জমতে থাকে। ব্রণ সারাতে অনেকেই ভরসা রাখেন ঘরোয়া পদ্ধতির উপর। এই ভরসা এখন আরও শক্ত ভাবে ধরা দিবে। ব্রণ তো কমবেই সঙ্গে দাগও উধাও হবে। আসুন জেনে নেওয়া যাক এক রাতের মধ্যে ব্রণ মিলিয়ে দেওয়ার উপায়গুলো:

১.একটা নরম কাপড়ে মুড়ে ওই বরফের টুকরো ব্রণের ওপরে আলতো করে চেপে ধরুন। এতে ব্রণ ভেতর থেকে শুকিয়ে যাবে।

২.অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে টি ট্রি অয়েলে। দু’ফোঁটা নিয়ে তার সঙ্গে নারকেল তেল মিশিয়ে ব্রণের ওপরে লাগাবেন। কয়েক ঘণ্টা পর ধুয়ে ফেলুন

৩.মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রাতের মধ্যেই ব্রণ সারিয়ে তুলবে। রাতে এক দু’ফোঁটা লাগিয়ে নিন ব্রণে, সকালে উঠে ধুয়ে ফেলুন।

সকালে আয়নায় দেখুন ব্রণগুলো সত্যি বসে গেছে ত্বকের সঙ্গে। এবার আপনার যে কোনো অনুষ্ঠানের আনন্দে আর কোনো বাধা রইলো না।

অর্থসূচক/আরএস

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.