সাভারে গাড়িচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

সাভারে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় মোনায়েম হোসেন নামের শিল্প পুলিশের একজন উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

আজ রোববার (০৭ মার্চ) ভোরে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের সরকার মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত মোনায়েম হোসেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গাজীপুর জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল আলম বলেন, মোনায়েম নরসিংহপুর এলাকায় বান্দু গার্মেন্টসের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। ভোরে হয়তো নামাজ শেষে ক্যাম্পে ফিরতে সড়ক পারাপারের চেষ্টা করছিলেন তিনি। এ সময় বেপরোয়া গতির একটি অজ্ঞাত পরিবহনের তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘাতক পরিবহন ও তার চালককে শনাক্ত করে তা আটকের চেষ্টা চলছে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.